বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৩

ট্রাক নাম্বার বি সি ১৭৬০

পচাদা আর তার বন্ধু বান্টা সিং মিউজিয়ামে বেড়াতে গেছে। সেখানে গিয়ে দেখলো একটা মিশরের মমি দাঁড় করানো আছে।
পচাদা বান্টাকে বললো, "লোকটা মরলো কিভাবে?"
বান্টা বললো, "যেভাবে ব্যাণ্ডেজ জড়ানো আছে, এটা নিশ্চয়ই ট্রাক এ্যাকসিডেন্টের কেস। আররে দ্যাখ, দ্যাখ, ট্রাকের নাম্বারটাও লেখা আছে। বি সি ১৭৬০ (BC 1760)!"


দুধটা খারাপ

সান্টা সিং পাড়ার গোয়ালার দোকানে গিয়ে বললো, "তুই ব্যাটা বাসি, খারাপ দুধ বিক্রী করিস! তোর দোকানের দুধ শরবতে ঢালার সাথে সাথে ফেটে গেলো!"
গোয়ালা অবাক হয়ে জিজ্ঞেস করলো, "কোন শরবতে ঢেলেছিলে?"
সান্টা রাগতভাবে বললো, "কেনো, লেবুর শরবতে!"


বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৩

দুই সৈনিকের গপ্পো

ডিউটি শেষ হওয়ার পর দুজন সৈনিক বসে গল্প করছিল।
প্রথমজন জিজ্ঞেস করলো, "তুমি সেনাবাহিনীতে কেনো যোগ দিয়েছ?"
দ্বিতীয় সৈনিক বললো, "আমি বিয়ে করিনি আর যুদ্ধটুদ্ধ করতেও আমার বেশ ভালো লাগে - তাই আমি আর্মিতে যোগ দিয়ে দিলাম।" এই বলে সে আবার জিজ্ঞেস করলো, "আর তুমি? তুমি কেন সেনাবাহিনীতে যোগ দিয়েছ?"
প্রথম সৈনিক একটা দীর্ঘশ্বাস ফেলে বললো, "বাড়িতে আমার একটা বউ আছে আর আমি শান্তিতে থাকতে বেশ ভালোবাসি। তাই সেনাবাহিনীতেই যোগ দিলাম।"


আজকে তো ফাইনাল ম্যাচ

আমাদের পচাদা গেছে ডাক্তারের কাছে। গিয়েই বললো, "ডাক্তারবাবু, আমি আজকাল ঘুমোলেই আইপিএলের লাইভ ম্যাচ স্বপ্নে দেখতে পাই। কি করি বলুন তো?"
ডাক্তারবাবু পচাদাকে পরীক্ষা করে দুটো ওষুধের নাম লিখে দিয়ে বললেন, "কোন চিন্তা নেই। আপনি এই দুটো ওষুধ খান। এতেই সব ঠিক হয়ে যাবে।"
পচাদা বললো, "থ্যাঙ্ক ইউ ডাক্তারবাবু! তবে ওষুধদুটো কাল থেকে খাবো। আজ রাতেই তো ফাইন্যাল ম্যাচ!"