সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৫

কানমলা

যাক্,
এই আসন্ন গ্রীষ্মকালে সবচেয়ে বেশী কানমলা কে খাবে বলুন তো?
ফ্যানের রেগুলেটর

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৫

প্রার্থনা

একটা সুন্দর রেস্তোরাঁতে ...
কর্তা :- চল, খাবার এসে গেছে টেবিলে, খাওয়া যাক
গিন্নি :- কিন্তু তুমি তো বল, খাওয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা করতে!
কর্তা :- সে তো বাড়ীতে,এখানকার রাঁধিয়ে জানে, কি ভাবে রান্না করতে হয়।



সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০১৫

রাহুল গান্ধী জিন্দাবাদ

একজন বেশ নামকরা কমেডিয়ান দিল্লীর বাইরে একটা ফার্মহাউসে প্রোগ্রাম করার জন্য যাচ্ছিলো। কিছুদূর যাওয়ার পরেই তার গাড়িটা খারাপ হয়ে গেলো। বেশ খানিকক্ষণ দাঁড়ানোর পর একটা মিনিবাস আসতে দেখে সেটাকেই দাঁড় করিয়ে লিফট নিয়ে নিলো।
এবার বাসটা ছিলো কংগ্রেসের নির্বাচনকর্মীদের জন্য। যেহেতু আমাদের কমেডিয়ান মোটামুটি জনপ্রিয়, কাজেই কংগ্রেসীরা জোরাজুরি শুরু করে দিলো কিছু রাজনৈতিক জোক শোনানোর জন্য। এদিকে কমেডিয়ানের হয়েছে মুশকিল। কারন তার সবকটা রাজনৈতিক জোকই রাহুল গান্ধীকে নিয়ে।
শেষে তার মাথায় একটা বুদ্ধি এলো। রাহুল গান্ধীর জায়গায় নরেন্দ্র মোদি বললেই আর কংগ্রেসীরা রাগ করবে না নিশ্চয়।
এই ভেবে সে বলতে শুরু করলো, "একবার নরেন্দ্র মোদি ..."
কথা শেষ করার আগেই পেছন থেকে এক রাম গাঁট্টা এসে পড়লো তার মাথায়।
ঘাবড়ে গিয়ে কমেডিয়ান বললো, "কি হলো রে ভাই, মাথায় ওভাবে মারলে কেনো?"
সাথেসাথেই বেশ কয়েকজন একসাথে চীৎকার করে উঠলো, "কিরে ব্যাটা, তুই নরেন্দ্র মোদি বলছিস কেনো? রাহুল গান্ধী কি মরে গেছে নাকি?"


রাহুল গান্ধী আর অরবিন্দ কেজরিওয়াল ১

আমাদের পচাদা সন্ধেবেলার আড্ডায় এসে মুখটা গম্ভীরভাবে বললো, "বুঝলি, এইমাত্র টিভিতে দেখলাম দিল্লীতে হেবভি ইলেকশন ক্যাম্পাইনিং চলছে। সেটা দেখে একটা প্রশ্ন মনে এলো। উত্তরটা দিতে পারলে ফুচকা খাওয়াবো।"

"ধর, রাহুল গান্ধী আর অরবিন্দ কেজরিওয়াল দুজনেই দাঁড়িয়ে আছে। এখন দুজনের মধ্যেকার যে দূরত্ব, সেটাকে কি বলা যায়?"

মাথাটাতা চুলকেও আমরা উত্তর দিতে না পারায় পচাদা তাচ্ছিল্যের হাসি হেসে বললো, "ওটাকে বলা হয়, Jokes Apart!"