সোমবার, ১২ নভেম্বর, ২০১২

টিকেট বুকিং @ ভারতীয় রেল

ভারতীয় রেলের আইআরসিটিসি সাইটে যারা টিকেট করার ভুলটা করেছেন, সেইসব ভুক্তভোগীরাই জানেন যে সে কি গ্যাঁড়াকল। এর ওপর টুইটারে বেশ ভালো কিছু টুইট পাওয়া গেলো, আর সেগুলোকেই এখানে তুলে ধরছি।
  • বেশীরভাগ ভারতীয়ই মনে করেন যে আইআরসিটিসি-র ট্যাগলাইন হলো, "এই ওয়েবপেজ এখন ডিসপ্লে করা যাচ্ছে না"।
  • আইআরসিটিসি আধুনিক ভারত এবং ভারতীয়দের প্রতীভূ। তাই এরা সংরক্ষণের ঘোর বিরোধী!
  • ব্রেকিং নিউজঃ এইমাত্র জানা গেলো যে দিল্লী হাইকোর্ট একজন ধারাবাহিক অপরাধীকে কঠিন শাস্তি দিয়েছে। কোর্টের নির্দেশে অপরাধীকে ৫০ (পঞ্চাশ) টা ততকাল টিকিট করতে হবে।
  • আপনি একজন লোককে একটা রেলের টিকিট দিন, সেই লোকটা টিকিটে একদিন সফর করবে। আপনি তাকে আইআরসিটিসি থেকে টিকিট বুক করা শিখিয়ে দিন এবং সে তার কম্পিউটারের সামনে থেকে নড়তেই পারবে না।
  • শচীন তেণ্ডুলকার কয়েকদিন আগে রেলওয়েজের বিরুদ্ধে সেঞ্চুরী করেছিলেন। কোন ব্যাপার নয়। শচীন, আপনি আইআরসিটিসি থেকে একটা টিকিট বুক করে দেখান তো!
  • আইআরসিটিসি-র ওয়েবসাইট আমাদের প্রধানমন্ত্রীর চেয়েও স্লো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন