মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১২

ফুটবলের নিয়ম কানুন

ইন্টার স্কুল ফুটবলের ফাইন্যাল খেলা চলছিলো।
একটা ফাউলের জন্য একটু সময় খেলা বন্ধ করা হলো। এই ফাঁকে এক দলের কোচ তার একজন প্লেয়ারকে ডেকে বললেন, "আচ্ছা ফুটবল খেলাটা যে টিমগেম সেটা বুঝেছো?"
ছেলেটা বললো, "হ্যাঁ স্যার।"
কোচ বললেন, "ভালো। এটাও বুঝেছো কি যে এই খেলায় একা একা জেতা যায় না? একটা দল হিসেবে খেলেই জিততে হয়। আর রেফারির সিদ্ধান্তই খেলার মধ্যে চূড়ান্ত? খেলার মধ্যে একটু আধটু ধাক্কাধাক্কি হবেই। কিন্তু তাই বলে কোন প্লেয়ার মাটিতে পড়ে গেলেই ফাউল হয় না? আর লাইন্সম্যান বা রেফারি কোন একটা অফসাইড না দিলে বা ফাউল না ধরলেও দল হিসেবে খেলা চালিয়ে যেতে হয়? রেফারি বা লাইন্সম্যানের দিকে তেড়ে যাওয়া উচিত নয় বা তাদের এবং তোমার বিপক্ষ দলের ফুটবলারদেরকে মারধরের হুমকি দেওয়া বা গালাগালি করা উচিত নয়?"
ছেলেটা ঘাড় নেড়ে বললো, "হ্যাঁ স্যার, এগুলো সবই তো আমি জানি।"
কোচ বললেন, "গুড, খুব ভালো কথা! এখন যাও, গিয়ে তোমার মাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে এসো।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন