শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১১

মিঠুনদা জোকস

যোগীতাবালি সকালবেলা মিঠুনদাকে বললো, "মিঠুন, একটু দেখো তো। সকাল থেকে জল গরম করতে পারছি না, কারণ আমাদের ঘরের সোলার হিটারটা কাজ করছে না।"

মিঠুনদা, "একটু দাঁড়াও ডার্লিং। আমি এখনি গিয়ে সূর্য্যটাকে ঠিক করে দিয়ে আসছি।" 

ধনী বাবা, গরীব বাবা

দুজন লোক, যারা স্কুলজীবনে বন্ধু ছিল, তাদের মধ্যে অনেক দিন পরে হঠাৎ করে দেখা হয়ে গেল। হাই, হ্যালোর পর তারা দুজনে কে কি করছে সেসব নিয়ে আলোচনা হচ্ছিল। দেখা গেল যে এক বন্ধু খুব ধনী হয়ে গেছে এবং অন্যজন গরীব রয়ে গেছে।

ধনী বন্ধু বললো, "আজকে আমার কাছে বারোটা গাড়ি, চারখানা বাংলো, তিনটে কমার্শিয়াল বিল্ডিং, পাঁচটা ফ্যাক্টরি আর সাতখানা শোরুম আছে। তোর কাছে কি আছে?"

গরীব বন্ধু একটু মুচকি হেসে বললো, "ভাই, আমার একটা ছেলে আছে যার বান্ধবী এবং বাকদত্তা হলো তোর মেয়ে!"

শনিবার, ১২ নভেম্বর, ২০১১

রাঁচিতে জওহরলাল নেহেরু

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ১৯৪৯ সালে রাঁচির মানসিক হাসপাতাল অর্থাৎ পাগলা গারদ পরিদর্শনে গিয়েছিলেন। এরপর পাগলা গারদের ভেতরে যা ঘটেছিল, তার জন্য কেউই তৈরী ছিলেন না।

নেহেরু সেখানে গিয়ে ডাক্তারদের সাথে কথাবার্তা বলার পর মানসিক রুগীদের ওয়ার্ডগুলো দেখতে হাসপাতালের ভেতরে যান। ভেতরে যাওয়ার পর থেকেই একটা পাগল তাঁকে উত্যক্ত করছিল। শেষে আর থাকতে না পেরে নেহেরু বললেন, "এই পাগলা, তুই জানিস আমি কে? আমি ভারতের প্রধানমন্ত্রী।"

পাগলটা এই শুনে হেসে উত্তর দিলো, "হে হে। হয় - হয় - এরকম হয়। প্রথম প্রথম সবাই এরকমই ভাবে। কয়েকদিন এখানে থাক, তারপর সব ঠিক হয়ে যাবে!"

বিয়ার এবং মহিলা হরমোন

ম্যাসাচুসেটস ইনস্টিউট অফ টেকনলজির বিজ্ঞানীরা অনেক পরীক্ষার পর গতকাল প্রমাণ করতে পেরেছেন যে বিয়ারের মধ্যে অল্প পরিমাণে মহিলাদের হরমোন থাকে। তাঁরা বলেছেন যে হপের মধ্যে থাকা ফাইটোএস্ট্রোজেন এর জন্য দায়ী। প্রসঙ্গতঃ বার্লির হপ থেকেই সাধারণতঃ বিয়ার তৈরী হয়। বিজ্ঞানীরা আরো বলেছেন যে বেশী পরিমাণে বিয়ার খেলে মেয়েদের হরমোন বেড়ে গিয়ে পুরুষরা মহিলাতে রূপান্তরিত হয়ে যেতে পারেন।

এই পরীক্ষার জন্য তাঁরা দুশ (২০০) জন পুরুষকে বেছে নিয়েছিলেন। এর মধ্যে একশ (১০০) জন পুরুষকে দুঘণ্টায় আট (৮) বোতল বিয়ার এবং বাকী একশ জনকে একই সময়ে সমপরিমাণ কোকাকোলা খেতে দেওয়া হয়।

খাওয়া শেষ হওয়ার পর দেখা যায় যে কোক খাওয়া একশ জনের কোন পরিবর্তন হয় নি। কিন্তু যাদেরকে বিয়ার খেতে দেওয়া হয়েছিল, তাদের ব্যবহারে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। বিয়ার খাওয়া একশ জনের মধ্যেই দেখা যায় যে -
  • কোন কারণ ছাড়াই নিজেদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু করে দিয়েছে
  • ভুল করেও নিজের ভুল স্বীকার করতে রাজী হচ্ছে না এবং ভুল কাজের জন্য ক্ষমা চাইতে অস্বীকার করছে
  • ওজন বেড়ে যাচ্ছে
  • কোন বিষয় ছাড়াই আজেবাজে বকবক করে যাচ্ছে
  • সঠিকভাবে গাড়ি চালাতে পারছে না
  • যুক্তিপূর্ণ চিন্তা করতে পারছে না এবং
  • কোন কারন ছাড়াই ইমোশনাল হয়ে পড়ছে
বিজ্ঞানীদের মতে তাঁরা এর পর আর কোন পরীক্ষা করার দরকার আছে বলে মনে করেন নি।

শুক্রবার, ১১ নভেম্বর, ২০১১

তোমার প্রেমে হব সবার কলংকভাগী

আমাদের পাড়ার পচাদা সকাল সকাল রাস্তায় পেয়েই আমাকে কুইজ মাস্টারের মত বললো, "খুব তো হিন্দি বকুনি ঝাড়িস। তা আমাকে একটা রবীন্দ্রসঙ্গীতের হিন্দি তর্জমা করে দে তো।"
আমি বললাম, "হঠাৎ রবীন্দ্রনাথকে নিয়ে পড়লে কেন? তা কোন গানের ট্রান্সলেশন করতে হবে?"
পচাদা চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে বললো, "আমি তোমার প্রেমে হ'ব সবার কলংকভাগী ...। এই রবীন্দ্রসঙ্গীতটা হিন্দিতে তর্জমা করা হলে কি হবে?"
আমি বললাম, "পচাদা, পারবো না। তুমিই বলো।"
পচাদা বললো, "মূর্খ! এটাও পারলি না। এটা হবে -
মুন্নি বদনাম হুয়ি, ডার্লিং তেরে লিয়ে!"

সান্টা সিং এর চাইনিজ বউ

সান্টা সিং বেজিং বেড়াতে গিয়ে এক চীনা সুন্দরীর প্রেমে পড়লো। চটজলদি দুজনে বিয়েও করে ফেললো আর সান্টা নিজের বউকে নিয়ে ভারতে ফিরে এলো। কিন্তু বিয়ের ছ'মাস যেতে না যেতেই ভদ্রমহিলা খুব অসুস্থ হয়ে পড়লেন। অনেক ডাক্তার-বদ্যি দেখিয়েও কোন লাভ হল না। বউএর মৃত্যুতে সান্টা একদম ভেঙে পড়লো। বান্টা সিং এই খবর পেয়ে সান্টাকে স্বান্তনা দিতে এল। অনেকক্ষণ ধরে বোঝানোর পরও সান্টার কান্না আর থামেনা। এই দেখে শেষে বান্টা বললো, "আরে ভাই সান্টা, এত কাঁদছিস কেন? তোর বউ চাইনিজ ছিলো। তাই আর কতদিন চলবে?"

ম্যাকডোনাল্ডসের মুখ

ছেলেঃ আচ্ছা ডার্লিং, তোমার মুখটা কি ম্যাকডোনাল্ডসের?
মেয়েঃ কি যাতা বকছো! হঠাৎ এই প্রশ্ন কেন?
ছেলেঃ কারণ, আই এম লাভিং ইট!

শনিবার, ৫ নভেম্বর, ২০১১

আসামীর স্বীকারোক্তি

এক পুলিশ অফিসার নতুন বিয়ে করেছেন। হানিমুনের পর অফিসার আবার চাকরিতে যোগ দিলেন। নতুন বউ খুব সোহাগ করে খাবার বানিয়ে বরের জন্য প্যাক করে দিলেন। দুপুরবেলা ভদ্রমহিলা ফোন করে বরের কাছে জানতে চাইলেন, "হ্যাঁগো, খাবারটা খেয়েছো? খেতে কেমন হয়েছে?"
পুলিস অফিসার আহ্লাদিত হয়ে বললেন, "আরে তোমার বানানো খাবার দারুণ হয়েছে। একটা আসামীর মুখে চেপে ধরতেই গড়গড় করে সব স্বীকার করে ফেললো!"