শনিবার, ১২ নভেম্বর, ২০১১

রাঁচিতে জওহরলাল নেহেরু

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ১৯৪৯ সালে রাঁচির মানসিক হাসপাতাল অর্থাৎ পাগলা গারদ পরিদর্শনে গিয়েছিলেন। এরপর পাগলা গারদের ভেতরে যা ঘটেছিল, তার জন্য কেউই তৈরী ছিলেন না।

নেহেরু সেখানে গিয়ে ডাক্তারদের সাথে কথাবার্তা বলার পর মানসিক রুগীদের ওয়ার্ডগুলো দেখতে হাসপাতালের ভেতরে যান। ভেতরে যাওয়ার পর থেকেই একটা পাগল তাঁকে উত্যক্ত করছিল। শেষে আর থাকতে না পেরে নেহেরু বললেন, "এই পাগলা, তুই জানিস আমি কে? আমি ভারতের প্রধানমন্ত্রী।"

পাগলটা এই শুনে হেসে উত্তর দিলো, "হে হে। হয় - হয় - এরকম হয়। প্রথম প্রথম সবাই এরকমই ভাবে। কয়েকদিন এখানে থাক, তারপর সব ঠিক হয়ে যাবে!"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন