বুধবার, ২৮ মার্চ, ২০১২

মিসড কলের মানে

মিসড কলও আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। মিসড কলে দেখেই বোঝা যায় যিনি কল করছেন, তার বক্তব্যটা কি! যদি আপনি এখনও না জানেন, তবে আপনার জন্যই বুঝিয়ে বলছি।
  • বন্ধুদের কাছ থেকে পাঁচটা মিসড কল - এর মানে হলো যে তুমি একটা বিন্দাস পার্টি মিস করছো!
  • অফিসের বসের কাছ থেকে পাঁচটা মিসড কল - পিঠে বালিশ আর কোমরে বেল্ট শক্ত করে বেঁধে নাও বাবা। তোমার দিনটা খুবই খারাপ যাবে!
  • বেস্টফ্রেণ্ডের কাছ থেকে পাঁচটা মিসড কল - তোমাকে নিয়ে জমিয়ে আড্ডা মারার প্ল্যান আছে।
  • গার্লফ্রেণ্ডের কাছ থেকে পাঁচটা মিসড কল - কাকা, ব্যালেন্সটা চেক করে নাও। তিনি কথা বলতে চান! কতক্ষণ ধরে? যাঃ বাবা, আমি কি করে বলবো?
  • মার কাছ থেকে পাঁচটা মিসড কল - শনিপূজো দিয়ে বাড়ি যেয়ো। তোমার খবর আছে! 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন