শুক্রবার, ৩০ মার্চ, ২০১২

বনের রাজা কে


ঘুম থেকে উঠে সিংহ ভাবলো একটু রাজ্যপাট ঘুরে আসা যাক! যেমন ভাবনা, তেমনই কাজ। 
একটু এগোনোর পর একটা চিতাকে দেখে তার দিকে এগিয়ে গিয়ে সিংহ, জিজ্ঞেস করল, "বনের রাজা কে?"
চিতার যেহেতু ঘাড়ে একটাই মাথা, তাই সে ঝটপট উত্তর দিলো, "কে আবার! আপনি।"
আরো একটু এগিয়ে বানরকে দেখে সিংহ একই প্রশ্ন করল, "এই ব্যাটা। বলতো বনের রাজা কে?"
বানরও কোন ঝামেলায় না গিয়ে বললো, "কে আবার! আপনিই হুজুর।"
চলার পথে বনের সব পশুকে একই প্রশ্ন জিজ্ঞেস করে সিংহ একই উত্তর পেল। 
এবার মনের আনন্দে বাড়ি ফেরার পথে হঠাৎ দেখতে পেলো একটা হাতি কলাগাছ খাচ্ছে। সিংহ তার কাছে গিয়ে জানতে চাইল, "বনের রাজা কে?"
প্রশ্নের কোনো উত্তর না দিয়ে হাতি একইভাবে কলাগাছ খেতে থাকলো।
এবার সিংহের একটু রাগ হয়ে গেলো। সে বেশ রেগেই বললো, "এই ব্যাটা মোটা হাতি, তোকে যে জিজ্ঞেস করছি শুনতে পাচ্ছিস না? তাড়াতাড়ি বল যে বনের রাজা কে?" 
হাতি কোন কথা না বলে সিংহকে শুঁড়ে পেঁচিয়ে তুলে আছড়ে ফেলল মাটির ওপরে। সিংহ সংবিৎ ফিরে পাওয়ার আগেই আবারও একই কাজ করল হাতি। 
ব্যথা নিয়েও কোনরকমে দৌড়ে একটু দূরে সরে গিয়ে সিংহ বলল, "আরে ভাই, এতে এতো রাগ করার কি আছে? উত্তরটা জানো না, তা বললেই পারতে!"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন