বাচ্চাদের গায়ে মাখানোর তেলঃ শিশুদের নাগালের বাইরে রাখুন! (এ্যাঁ ... মানে?)
লিটল ওয়ান বেবী লোশনঃ বাচ্চাদের থেকে দূরে রাখুন। (আবার? তাহলে মাখাবো কাকে??)
চুলে লাগানোর রঙঃ দয়া করে আইসক্রিমের টপিং হিসেবে ব্যবহার করবেন না। (আইসক্রিম??)
ওয়েট ন্যাপির প্যাকেটে লেখাঃ প্যাকেটটা ছিঁড়ে খুলে নিয়ে তারপর ব্যবহার করুন।
ডায়াল সাবানের প্যাকেটে লেখাঃ সাধারণ সাবানের মতই ব্যবহার করুন। (অসাধারণ!)
স্ট্রাইডেক্স ফোমিং ফেস ওয়াশঃ ফোম (ফেনা) থাকতে পারে। (ওঃ, আমি ভাবলাম ...)
হেইঞ্জ কেচাপঃ ব্যবহার করার নির্দেশাবলী - খাবারের ওপরে দিন। (কেউ তলায় দেয় কি?)
সোয়ানসন টিভি ডিনারের প্যাকেটের ওপরে লেখাঃ সতর্কীকরণ - এই প্রডাক্টটাকে খাওয়ার আগে অবশ্যই রান্না করে নিন। (আমি ভাই কাঁচা খেতে পছন্দ করি। :D)
আমেরিকান এয়ারলাইনসের যাত্রীদের দেওয়া বাদামের প্যাকেটে লেখাঃ প্যাকেটটা খুলুন, চিবিয়ে বাদাম খান। (এঃহে, প্যাকেটটা খেতে পারবো না?)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন