সোমবার, ২৬ মার্চ, ২০১২

উইকিলিকস ওবামা আর জারদারি

১২ - মার্চ - ২০১২, সূত্র - উইকিলিকস
মার্চের বারো তারিখে উইকিলিকস বারাক ওবামা এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির  অত্যন্ত গোপনীয় টেলিফোনিক কথাবার্তার রেকর্ড করা অডিও ক্লিপ প্রকাশ করেছে। 
ওসামা বিন লাদেনকে এ্যাবোটাবাদের গোপন ডেরায় আমেরিকান সৈনিকরা মারার ঠিক পরেই ওবামা জারদারিকে ফোন করেছিলেন।
ওবামা, "মিঃ প্রেসিডেন্ট, আমি একটু পরেই সরকারীভাবে ঘোষণা করতে যাচ্ছি যে আমাদের বীর কমাণ্ডোরা বিশ্বের সবথেকে ভয়ঙ্কর আতংকবাদীকে মেরে ফেলেছে। কিন্তু এই ঘোষণা করার আগে আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি এই ঘটনার জন্য ক্রেডিট (credit) নিতে চান কি না।"
জারদারি, "না না মিঃ প্রেসিডেন্ট ... ক্রেডিট নয়, ক্রেডিট আমি নেই না .... শুধু ক্যাশ .... দশ পারসেন্ট।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন