বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২

আঙুল চুষলে পেট ফুলে যায়

আমাদের পাশের বাড়ির বাচ্চাটার ডাকনাম হুলো। কিন্তু সে ম্যাঁও-ম্যাঁও মোটেই করে না। এদিকে তার আবার আঙুল চোষার বদভ্যাস আছে।
অনেক চেষ্টা করেও হুলোর আঙুল চোষা বন্ধ না করতে পেরে তার মা বললেন, "হুলো, আঙুল চোষা বন্ধ না করলে হঠাৎ দেখবি যে তোর পেট ফুলে ঢোল হয়ে গ্যাছে!"
এইবার ওষুধে কাজ হলো। ভয়ের চোটে হুলো আঙুল চোষা বন্ধ করলো।
এর কয়েকদিন পরে হুলোদের বাড়িতে ওর মায়ের এক বান্ধবী এলেন। তিনি তখন প্রেগন্যান্ট ছিলেন।
হুলো তার আন্টির পেট ফোলা দেখে মুচকি হেসে বললো, "আন্টি, আমি কিন্তু জানি যে তুমি কি করেছো!"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন