আমাদের পাড়ার পার্থ এসে আমাকে বললো, "জানিস কাল বিকেলে পল্টু আমার কাছে দুশো টাকা ধার চেয়েছিলো।"
আমি, "তাই! তা তুই কি টাকাটা দিয়ে দিয়েছিস?"
পার্থ বললো, "হ্যাঁ রে। টাকাটা আমি দেওয়ার পর পল্টু আমাকে অনেকবার থ্যাংকস জানিয়ে বললো যে ও আমার কাছে চিরঋণী হয়ে থাকবে।"
আমি, "তুই তো একদম যাচ্ছেতাই রে। ও বললো, আর তুইও বিশ্বাস করে নিলি? ঐ টাকা আর জীবনে তুই ফেরত পাবি না।"
পার্থ, "যাই বলিস না কেন রে ভাই, পল্টুটার কিন্তু একটা গুণ আছে। ছেলেটা সত্যবাদী। তাই তো বলেছে যে চিরঋণী হয়ে থাকবে!"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন