মঙ্গলবার, ১ মে, ২০১২

রজনীকান্ত জোকস চুটকি - দুই


  • রজনীকান্ত ঘড়ি পড়েন না। কেনো? এটাও জানেন না? আমরা ঘড়ি পড়ি সময় দেখার জন্য। রজনীকান্ত নিজেই ঠিক করেন এখন সময়টা কি!
  • আমেরিকা স্পেসক্রাফট পাঠানোর অনেক আগেই রজনীকান্ত মঙ্গল গ্রহে গিয়ে ঘুরে এসেছেন। এইজন্যই মঙ্গলে জীবন নেই!
  • আপনারা নিশ্চয়ই ডেড সি বা মৃত সাগরের নাম শুনেছেন? কিন্তু তার মৃত্যুর কারন জানেন কি? আসলে রজনীকান্ত মৃত সাগরকে মেরে ফেলেছেন।
  • রজনীকান্তের মতন মিউজিশিয়ান এই পৃথিবীতে নেই। রজনী আন্না পিয়ানো দিয়ে ভায়োলিন বাজাতে পারেন!
  • একবার রজনীকান্ত একজনকে একটা চেক লিখে দিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই সময় তার  এ্যাকাউন্টে অতো টাকা ছিলোনা। কি ভাবছেন? চেক বাউন্সের কথা তো? না মশাই, ভয়ে ব্যাংকটাই বাউন্স করে যায়।
  • একবার রজনীকান্তের সাথে মাইকেল জর্ডনের দেখা হলো। মাইকেল জর্ডন বললো, "আমি এক আঙুল দিয়ে একটা বাস্কেটবলকে দু ঘন্টা ঘোরাতে পারি। তুমি পারবে এটা করতে?" রজনীকান্ত জর্ডনের দিকে তাচ্ছিল্য নিয়ে তাকিয়ে বললেন, "ইয়ান্না রাসকেল্যা! পৃথিবীটা তাহলে কিভাবে ঘুরছে?"
  • যদি রজনীকান্ত অষ্টাদশ শতাব্দীতে জন্মাতেন, তাহলে ইংরেজদের ভারতের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার জন্য লড়তে হতো!
  • রজনীকান্ত ফেসবুকে লগ-ইন করলে সাথে সাথে ফেসবুক নিজের স্ট্যাটাস আপডেট করে নেয়।
  • রজনীকান্ত ইনফিনিটি পর্যন্ত গুনেছেন। দু'বার!
  • রজনীকান্ত ছোটবেলায় একটা ফুটবলকে এত জোরে লাথি মেরেছিলেন যে সেটা পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে মহাশূণ্যে চলে যায় এবং আজও সেটা সূর্যের চারধারে ঘুরে চলেছে। আমরা তাকে প্লুটো নামে চিনি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন