বুধবার, ৩০ মে, ২০১২

ছেলে না মেয়ে - কে বেশী কথা বলে

পল্টু তার প্রেমিকাকে গিয়ে বললো, "জানিস এইমাত্র কাগজে পড়ে এলাম। বৃটেনের বিজ্ঞানীরা রিসার্চ করে বের করেছেন যে ছেলেরা কথা বলতে দিনে ২২০০ শব্দ ব্যবহার করে, আর মেয়েরা ৪৪০০ শব্দ ব্যবহার করে। এর থেকে প্রমাণ হয়েই গেলো যে মেয়েদের বুদ্ধিসুদ্ধি কম। নিজের মনের ভাব প্রকাশ করতে তোদের বেশী শব্দ লাগে।"
পল্টুর প্রেমিকা প্রিয়াংকা খচে বোম হয়ে বললো, "খুব স্বাভাবিক কথা। মেয়েদের একই কথা ছেলেদের দুবার করে বলতে হয়!"
পল্টু ভ্যাবাচাকা খেয়ে বললো, "তার মানে? আবার বল।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন