শুক্রবার, ১৫ জুন, ২০১২

হর এক ফ্রেণ্ড জরুরি হোতা হ্যায়

পল্টু গতকাল বাড়ি ফিরতে অনেক রাত করে ফেলেছিলো। তাই ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই তার বাবার ফায়ারিং লাইনে বেচারা পড়ে গেলো!
gap
পল্টুর বাবা খুব গম্ভীর হয়ে পল্টুকে জিজ্ঞেস করলেন, "এতো দেরী কেনো? কোন চুলোয় ছিলে এতক্ষণ?"
পল্টু, একটু মাথা চুলকে জবাব দিলো, "আমার বন্ধুর বাড়িতে ছিলাম।"
পল্টুর বাবা, "আচ্ছা! দাঁড়াও আমি তোমার বন্ধুদের ফোন করে জিজ্ঞেস করছি।"
gap
এই বলে পল্টুর বাবা তার সামনেই দশজন বন্ধুকে ফোন করলেন।
চারজন বন্ধু বললো, "হ্যাঁ আংকল, ও তো এখানেই ছিলো।"
দুজন বললো, "আংকল, এইতো মাত্র একটু আগেই তো আমার এখান থেকে বেরোলো।"
তিনজন বললো, "হ্যাঁ আংকল, এখানেই আছে। পড়ছে! ফোনটা ওকে দেবো কি?"
আর শেষের জন তো সব লিমিট পার করে দিয়ে বললো, "হ্যাঁ বাবা, বলো কি হয়েছে!"
gap
এখন বলো ভাইসব, "হর এক ফ্রেণ্ড জরুরী হোতা হ্যায়!"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন