শুক্রবার, ১৫ জুন, ২০১২

লালুর ইংরেজি শিক্ষা

জর্জ বুশ ভারতে আসার পর তার সাথে আমাদের লালু প্রসাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। জর্জ বুশ লালুকে বলেন, "মিঃ লালু, আপনার কথা বলার স্টাইল এতো সুন্দর আর মজাদার, কিন্তু ইংরেজিটা না বলতে পারায় আপনার প্রচুর লস হয়ে যাচ্ছে। চলুন, আমার সাথে আমেরিকায়। আপনাকে আমার বাড়িতে রেখে ইংরেজি শিখিয়ে দেবো।"
gap
লালু ফ্রি-তে আমেরিকা বেড়ানোর চান্স মিস করতে চাইলেন না। তাই বুশের সাথে সোজা হোয়াইট হাউসে গিয়ে উঠলেন। তারপর অনেক দিন কেটে গেলো, কিন্তু লালুর কোনও খবর নেই। রাবড়ি দেবী বেশ চিন্তিত হয়ে উঠলেন। মাস চারেক কেটে যাওয়ার পর আর থাকতে না পেরে রাবড়ি দেবী হোয়াইট হাউসে ফোন করলেন।
gap
রাবড়ি দেবী, "আচ্ছা আমি মিসেস লালু প্রসাদ বলছি। লালুজী ওখানে আছেন কি? ওনাকে একটু ডেকে দিন না।"
gap
ওদিক থেকে যে লোকটা ফোন ধরেছিলো, সে বলে উঠলো, "আররে, আপ! নমস্তে ভৌজী। হাম জর্জওয়া বোল রহা হুন!"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন