অফিসের কাজে পচাদা দিল্লীতে গিয়ে একটা হোটেলে উঠেছিলো। হোটেলের রুমে কম্পিউটার আর ইনটারনেটের কানেকশন পেয়ে পচাদা ভাবলো যে বউদিকে একটা ই-মেল করে সব কিছু জানিয়ে দেবে।
gap
কিন্তু, লোকটা যেহেতু পচাদা, তাই ই-মেল করতে গিয়ে একটা ভুল এ্যাড্রেস বসিয়ে দিলো। ভুল এ্যাড্রেসের ব্যাপারটা না বুঝে মেইলটা পাঠিয়েও দিলো। ওদিকে ঠিক সেই সময় মুম্বাইয়ে একজন ভদ্রমহিলা তাঁর বরের শেষকৃত্য করে শ্মশান থেকে বাড়ি ফিরলেন।
gap
বাড়ি ফিরে তিনি ভাবলেন যে একবার ই-মেলটা চেক করে নেবেন। প্রথম মেইলটা পড়েই তিনি এক ভয়ানক চীৎকার করে উঠে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তাঁর চীৎকার শুনে তাদের ছেলে দৌড়ে ঘরে ঢুকে দেখলো যে তার মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছেন আর সামনে কম্পিউটারে একটা ই-মেল খোলা।
gap
মেইলটা পড়ে সে দেখলো তাতে লেখা আছে,
gap
সাবজেক্টঃ আমি পৌঁছে গেছি
তারিখঃ ১০ মে ২০১২
gap
প্রিয়তমা,
gap
আমি জানি যে তুমি এই মেইলটা পেয়ে অবাক হয়ে যাবে। আসলে এখানে আমাকে কম্পিউটার আর ইনটারনেট কানেকশন দিয়েছে। তাই ভাবলাম যে তোমাকে মেইলটা করেই ফেলি।
gap
আমি একটু আগে পৌঁছে গেছি আর চেক-ইনও করে নিয়েছি। এখানে তোমার আগামীকাল আসার জন্য সব ব্যবস্থাও হয়ে গেছে। কাল বিকেলে তোমার সাথে দেখা হচ্ছে।
gap
লাভ,
তোমার প্রিয়তম!
gap
পচাদার ই-মেলটা কলকাতার জায়গায় মুম্বাই পৌছে গেছে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন