আমাদের পাড়ার হরিকাকুর কিছুদিন থেকে মনে হচ্ছে যে কাকীমা কানে বোধহয় ঠিক শুনতে পাচ্ছেন না। ওদিকে কাকীমার ধারণা তিনি ঠিকই আছেন, আর তাই ডাক্তারের কাছে যেতেও রাজি নন। তো শেষপর্যন্ত হরিকাকু ডাক্তারকে বাড়িতেই কল দিয়ে নিয়ে এলেন।
কাকীমাকে ডাকতে গিয়ে হরিকাকু দেখলেন যে তিনি রান্নাঘরে মাছ ভাজছেন।
হরিকাকু একটু গলা তুলে হাঁক দিলেন, "শুনছো, কি মাছ রান্না করছো?"
কাকীমা নিরুত্তর।
হরিকাকু আরেকটু এগিয়ে গিয়ে আবার বললেন, "হ্যাঁগো, কি মাছ ভাজছো?"
এবারও কাকীমা কোনও উত্তর দিলেন না।
এভাবে কাকু আরো একটু এগিয়ে প্রশ্ন করেন আর কাকীমাও কোন উত্তর দেন না।
শেষে হরিকাকু কাকীমার একদম সামনে পৌঁছে গিয়ে বললেন, "আরে কি মাছ রান্না করছো?"
এইবার কাকীমা একদম যাকে বলে তেলেবেগুনে জ্বলে উঠে বললেন, "মরণ! দশবার বলা হয়ে গেলো, আর কবার বলবো? ইলিশ মাছ ভাজছি, ই-লি-শ!"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন